কৃতিত্ব
রিলিজ নোটগুলো জিনোম কমিউনিটির সহায়তায় পল কাটলার কম্পাইল করেছেন। জিনোম এর বাংলা অনুবাদ দল, ইসরাত জাহান, সাদিয়া আফরোজ, মাহে আলম খান, লোবা ইয়াসমীন এবং সামিয়া নিয়ামতুল্লাহ বাংলা অনুবাদের কাজটি করেছেন। কমিউনিটির পক্ষ হতে, আমাদের সকল ডেভেলপার এবং অংশগ্রহণকারীদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যারা জিনোম রিলিজ সম্ভবপর করেছেন।
একে আপনি সহজেই আপনার ভাষায় অনুবাদ করতে পারেন। যদি আপনি এটি আপনার ভাষায় অনুবাদ করতে চান, অনুগ্রহ করে জিনোম অনুবাদ প্রকল্প এ যোগাযোগ করুন।