GNOME-এর বন্ধু হয়ে যান!
2.26 উন্নয়ন চক্রের সময় GNOME Foundation অকটি নতুন Friends of GNOME প্রোগ্রাম চালু করেছে। এখন সমর্থকরা রিকারিং দান দিয়ে GNOME Foundation-এর সহায়তা করতে পারবে। 2.28 চক্রের সময় ব্যবহারকারীদের মতামত অনুযায়ী, এখন Friends of GNOME প্রোগ্রামের ব্যবহারকারীরা মাসিক ডলার পরিমাণ নির্বাচন করতে পারবে।
Friends of GNOME হলো GNOME প্রকল্পের সবার জন্য বিনা পয়সায় ও ওপেন সোর্স একটি ডেস্কটপ দেয়ার লক্ষ্য কে সমর্থন করার একটি পথ। কোন বিজ্ঞাপণ ছাড়াই, প্রতিষ্ঠানটি 2009-এ মহানুভব ব্যক্তিদের থেকে 20,000-এর চেয়ো বেশী ডলার (১৪ লক্ষ টাকা) উঠিয়েছে। এই টাকা গুলো হ্যাকফেস্ট, স্থানীয় অনুষ্ঠান ও অনুষ্ঠানসূচির উপর ব্যয় করা হয়েছে, যাতে করে GNOME প্রকল্প একটি আন্তর্জাতিক, প্রবেশযোগ্য ও ব্যবহার করতে সহজ ডেস্কটপ সফটওয়্যার সনাতন সিস্টেম ও মোবাইল ডিভাইস দুইটির জন্যই ডেস্কটপ সফটওয়্যার তৈরি করতে পেরেছে।
Friends of GNOME website-এ চলে আসুন।